মুসলিমদের ৩য় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় জুমা কেন্দ্রিক জনসমাগম ঠেকাতে অতিরিক্ত ব্যারিকেড স্থাপন ও বিধিনিষেধ আরোপ করলো গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুমার পূর্বে অতিরিক্ত ব্যারিকেড স্থাপন ও বিধিনিষেধ আরোপ করে অবৈধ রাষ্ট্রটির প্রশাসন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, নেতানিয়াহুর সরকার গাজ্জায় গণহত্যা অব্যাহত রাখায় পবিত্র কুদস সহ অন্যান্য দখলকৃত নগরীগুলোতে ফিলিস্তিনিদের গণ-জমায়েতকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। তাই জুমা কেন্দ্রিক জনসমাগম ঠেকাতে অতিরিক্ত ব্যারিকেড স্থাপন করে অবৈধ রাষ্ট্রটির প্রশাসন। আরোপ করে নানান বিধিনিষেধ। এর অংশ হিসেবে ওল্ড সিটি খ্যাত পবিত্র কুদসের প্রাচীন শহরতলী থেকেই তাই ব্যারিকেড দিয়ে রাখতে দেখা যায় দেশটির সেনাদের।
এছাড়া আকসায় প্রবেশের অন্যতম ফটক আসাদ গেটে জুমার পূর্বে অসংখ্য ফিলিস্তিনি যুবকের সাথে ইসরাইলী সেনাদের সংঘর্ষ হয়। এতে অনেক ফিলিস্তিনি যুবক আহত হোন।
সূত্র: আল জাজিরা