বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

রায়ে সন্তোষ প্রকাশ আবরারের বাবার; দ্রুত কার্যকরের দাবি

বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মুহাম্মাদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

আদালত প্রাঙ্গণে বাংলা বরকত উল্লাহ বলেন, রায়ে আমি সন্তুষ্ট। তবে রায়টি যেন উচ্চ আদালতে বহাল থাকে। একই সঙ্গে দ্রুত কার্যকর হয়। রায় কার্যকর হলে আবরারের আত্মা শান্তি পাবে।

আবরারের বাবা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, বিচারক ও আইনজীবী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। গণমাধ্যম সবসময় তার পাশে থাকায় তিনি গণমাধ্যম কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

রায় ঘোষণার শেষে আবরারের বাবা বরকত উল্লাহর চোখ মুখে ছেলে হত্যার কষ্ট প্রকাশ পায়। তিনি বলেন, যে হারায় সে বুঝে, ছেলেকে হারানোর পর যে কষ্টে বেঁচে রয়েছি, তা ভাষায় বোঝানো যাবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img