ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ও লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, গাজ্জাজুড়ে ইসরাইলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজ্জার অবরুদ্ধ উত্তরেই নিহত হয়েছেন ৪২ জন।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজ্জায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরো ১ লাখের বেশি মানুষ লেবানন ও ইসরাইল থেকে আল জাজিরার উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩ জন নিহত ও ১৬১ জন আহত হয়েছে। অন্যদিকে লেবাননজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা, মসজিদের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাতেও চালাচ্ছে একের পর এক হামলা।
সূত্র : আল জাজিরা