ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর গত ৭ অক্টোবরের অভিযানে ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান।
তিনি বলেছেন, “গত ৭ অক্টোবর শত্রু যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এখনও যুদ্ধক্ষেত্রে যে পরাজয়ের মুখোমুখি হচ্ছে তা মিথ্যাচারের মাধ্যমে ঢেকে রাখা যাবে না। দখলদার শক্তি যতটুকু ঘোষণা করছে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
সোমবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন্তব্য করেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো সম্মিলিতভাবে ‘আল-আকসা তুফান’ নামক ইসরাইল বিরোধী যে সামরিক অভিযান শুরু করেছিল তার এক মাস পূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিগত কয়েক দশকের মধ্যে হামাসের নেতৃত্বাধীন এই অভিযানকে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সামরিক অভিযান বলে বিবেচনা করা হচ্ছে।
গাজ্জার ইন্দোনেশিয়ান হাসপাতালকে হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরাইলি বাহিনী ছবিসহ যে প্রমাণ তুলে ধরেছে তাকে চরম মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেন হামদান।
তিনি বলেন, ইসরাইল যে ছবি প্রকাশ করেছে তা ১০ বছর আগের; এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও বলেছে যে, সেখানে প্রতিরোধ যোদ্ধাদের কোনো ঘাঁটি নেই বরং ইসরাইলি বাহিনী মিথ্যাচার করছে।
ইসরাইল গাজ্জার উপর যে নজিরবিহীন বোমাবর্ষণ করে যাচ্ছে তার পেছনে ওই পরাজয়ের ক্ষোভ কাজ করছে বলে জানান হামাসের এই প্রবাসী নেতা।
তিনি বলেন, গাজ্জার প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের মারাত্মক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে এবং দখলদার সেনারা তাদের গণহত্যা অব্যাহত রাখলে এই উপত্যকাকে ইহুদিবাদী সেনাদের জন্য কবরস্থানে পরিণত করা হবে।
ওসামা হামদান বলেন, “জালিমদের জন্য গাজ্জা সব সময় কবরস্থান হয়ে থাকবে এবং আমরা ৭ অক্টোবরের অভিযানে বিজয়ী হয়েছি।”
তিনি আরো বলেন, হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড সকল ফ্রন্টে লড়াই করছে এবং তারা শত্রু সেনাদের মারাত্মক ক্ষতি করেছে। ইসরাইল যুদ্ধবিরতি মেনে না নিলে তাকে গাজ্জায় ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
পার্সটুডে