বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ঐতিহাসিক আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করতে যাচ্ছে বিজেপি

ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার আলিগড় পৌর কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিঙ্ঘল এ সংক্রান্ত তথ্য জানান।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গতকাল (সোমবার) এক বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পেশ করা হয়। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। এখন এই প্রস্তাব প্রশাসনের কাছে পাঠানো হবে। আমি আশা করি প্রশাসন বিষয়টি বিবেচনা করবে এবং আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার দাবি পূরণ করবে। ’আমাদের পুরনো সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ধর্মের ঐতিহ্য আছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই দাবি আসছিল। খুব শিগগিরি আলিগড়, হরিগড় নামে পরিচিত হবে বলেও মন্তব্য করেন আলিগড় পৌর কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিঙ্ঘল।

জানা গেছে, আলিগড় পৌর কর্পোরেশনের পক্ষ থেকে আলিগড়ের নাম পরিবর্তনের বিষয়টি নগর উন্নয়ন দফতরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এরআগে বিজেপিশাসিত উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে ইলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ করা হয়। একই সময়ে ফৈজাবাদকে অযোধ্যা, মুঘলসরাই রেলওয়ে স্টেশনকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, গোরখপুরের উর্দু বাজারকে হিন্দি বাজার, হুমায়ুনপুর থেকে হনুমান নগর, আলিপুরকে আর্য নগর করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আলিগড়ের নাম বদল করে হরিগড় করার প্রস্তাব পাস করা হয়েছে

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img