নাগার্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা ২৮ বছর খ্রিষ্টান অধ্যুষিত আর্মেনিয় দখল থেকে মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।
আজারবাইজানের সেনাবাহিনীর জন্য শুশা শহর পূনর্দখল খুবই গুরুত্বপূর্ণ বিজয়। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে এটা অন্যতম বড় জয় হিসেবে দেখছে আজারবাইজান।
শুশা শহরটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি আর্মেনিয়দের দখলে থাকা নাগার্নো-কারাবাখের রাজধানী স্টেপনোকার্ট (খানাকেন্দি) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া শুশা শহরের ভেতর দিয়েই মূল আর্মেনিয়ার সাথে যোগাযোগ রক্ষা করতে একমাত্র সড়ক অবস্থিত।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ রোববার জানান, ২৮ বছর পর আবারো শুশা শহরে আজানের ধ্বনি শোনা যাবে।