ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবস্থা ঘোষণা করেছে এবং সরকারকে “সর্বোচ্চ সামরিক কার্যক্রম” চালানোর অনুমতি দিয়েছে।
এ ছাড়াও ইসরাইলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ বলেছেন, সারা দেশে স্কুলগুলো আগামী দুই দিন—সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে। বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী দুই দিনের জন্য কোনো ক্লাস এবং শিক্ষা কার্যক্রম থাকবে না। কিশকে উদ্ধৃত করে জাতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এদিকে বেশ কয়েকটি ইসরাইলী গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলে হামাসের বিস্তৃত আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ হয়েছে।
কান পাবলিক ব্রডকাস্টার এবং চ্যানেল১২, সেই সঙ্গে হারেৎজ ও টাইমস অব ইসরায়েল সংবাদপত্র রবিবার এ পরিসংখ্যান জানিয়েছে। শনিবারের প্রথম দিকে লড়াই শুরু হওয়ার পর থেকে ইসরাইলী পক্ষের মৃত্যুর সংখ্যার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা