রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

৬০০ ছাড়ালো ইসরাইলী নিহতের সংখ্যা

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৬০০ জনেরও বেশি নিহত ও ২০৪৮ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় ইসরাইলী মিডিয়ার বরাতে ৬ শতাধিক ইহুদিবাদী ইসরাইলীর নিহতের খবরটি নিশ্চিত করা হয়। খবরে হামাসের হাতে প্রচুর ইসরাইলী বন্দী রয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে গাজ্জা বাসীর মুক্তির জন্য “অপারেশন আল আকসা ফ্লাড” শুরু করে হামাস। এ অপারেশনে ইতিহাসে প্রথমবারের মতো অবৈধ রাষ্ট্রটির অভ্যন্তরে ঢুকে আক্রমণ পরিচালনা করা হয়।

এর বিপরীতে গাজ্জা উপত্যকাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার হুমকি প্রদান করে শনিবার অপারেশন ‘আইরন সোর্ড’ ঘোষণা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ অপারেশনে এখন পর্যন্ত ৩০০ এর অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। আর আহতের সংখ্যাও ২ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img