বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হামাসের আক্রমণের জন্য ইসরাইলকেই দায়ী করল কাতার

সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা সৃষ্টির জন্য ইসরাইল নিজেই দায়ী বলে এক বিবৃতি প্রকাশ করেছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “চলমান উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণ ইসরাইল। কারণ সাম্প্রতিক সময়ে তারা পুলিশি সুরক্ষায় প্রতিনিয়ত ইহুদিদের আল আকসা মসজিদে অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছে। এছাড়াও ফিলিস্তিনি জনগণের অধিকার লংঘন করেছে।”

বিবৃতিতে, ইসরাইল কতৃক আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বন্ধ করতে অবৈধ দেশটির উপর চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে ইসরাইলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইন কানুন মেনে চলুন, ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারকে সম্মান করুন।”

বিবৃতিতে, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি সমর্থন ও অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে, ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য: গত শুক্রবার গভীর রাতে গাজা বাসীর মুক্তির জন্য “অপারেশন আল আকসা ফ্লাড” শুরু করে হামাস। এ অপারেশনে ইতিহাসে প্রথমবারের মতো অবৈধ রাষ্ট্রটির অভ্যন্তরে ঢুকে আক্রমণ পরিচালনা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫০ জন ইসরাইলি নাগরিক নিহত ও দেড় হাজারেরও বেশি আহত হয়েছে।

হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ এই অভিযানকে “বীরত্বপূর্ণ” বলে অভিহিত করেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img