রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করল দখলদার ইসরাইল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিদ্যুৎ, জ্বালানি ও পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত ইহুদিবাদ সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, দখলদার ইসরাইলের নিরাপত্তা পরিষদ গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং “হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস” করার পদক্ষেপগুলো অনুমোদন করেছে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করবে ইসরাইল।

ইসরাইল থেকে ফিলিস্তিনের এই অবরুদ্ধ ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে এবং সেই বিদ্যুতই এই ভূখণ্ডের প্রায় সকল অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে।

নেতানিয়াহু আরও বলেন, হামাসের বিরুদ্ধে পাল্টা অভিযানের ‘প্রথম পর্যায়’ শেষ হয়েছে এবং হামাস যোদ্ধাদের সংখ্যাগরিষ্ঠ অংশের বিরুদ্ধে লড়াই করেছে ইসরাইল।

এর আগে ইসরাইলের তৈরি অবৈধ বসতিগুলো লক্ষ্য করে আকস্মিক হামলা শুরু করে ফিলিস্তিনের হামাস। শনিবার সকাল থেকে চালানো এই হামলায় নিহত ইসরাইলীদের সংখ্যা ছাড়িয়েছে ৩০০।

এদিকে গাজার সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, গাজায় নিহত মানুষের সংখ্যা ২৩০–এরও বেশি। আহত হয়েছেন আরও ১ হাজার জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img