বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কা’বার ইমাম ইয়াসির দুসাইরীকে অব্যাহতি দিলো সৌদি

কা’বার ইমাম শাইখ ইয়াসির আদ দুসাইরীকে অব্যাহতি দিয়েছে সৌদি আরব।

রবিবার (৮ অক্টোবর) মসজিদুল হারাম ও মসজিদে নববীর অফিসিয়াল প্রচার বিভাগ ইনসাইড হারামাইন শরীফাইনের ওয়েবসাইটে শাইখ দুসাইরীর অব্যাহতির খবর প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ৪ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সৌদি বাদশাহর পক্ষ থেকে মসজিদুল হারামের ইমাম শাইখ দুসাইরী সহ মোট ৩জন ইমামের চুক্তি নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

পবিত্র মসজিদুল হারাম বা কা’বার এই জনপ্রিয় ইমামের অব্যাহতির বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করতে চায়নি মসজিদে হারাম ও মসজিদে নববীর যাবতীয় তত্ত্বাবধানে থাকা হারামাইন শরীফাইন মন্ত্রণালয়ের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

শেখ ইয়াসির আদ দুসাইরী সর্বপ্রথম ২০১৫ সালে মসজিদুল হারামে তারাবীর অতিথি ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বছরান্তে এক শাহী ফরমান জারি করে মেয়াদ ও ইমামতির পরিধি বাড়িয়ে ২০১৯ সাল পর্যন্ত ৪বছরের জন্য কা’বার অন্যতম ইমাম হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

২০১৯ সালে সৌদির মন্ত্রীপরিষদে হারামাইন শরীফাইনের ইমাম নিয়োগ ও বরখাস্ত সংক্রান্ত একটি আইন পাশ হয়। যেখানে বলা হয়, এখন থেকে হারামাইন শরীফাইনের ইমামগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের সাথে চুক্তিবদ্ধ থাকবেন। চুক্তির মেয়াদ হবে ৪ বছরের। মেয়াদ শেষে চুক্তি নবায়ন সাপেক্ষে ইমাম ও খতিবগণ তাদের স্বপদে বহাল থাকবেন বলে বিবেচিত হবেন। হিসাব অনুসারে ২০২৩ এ এসে ইয়াসির দুসাইরী তার ৪ বছরের মেয়াদ পূরণ করেন কিন্তু মাস খানেক অতিক্রান্ত হলেও তিনি সহ আরো ২জন ইমামের চুক্তি নবায়ন করেনি জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

সূত্র: ইনসাইড হারামাইন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img