ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। ইতোমেধ্যে অনেক ইসরাইলী বাহিনীর সদস্যকে আটকও করেছে হামাস যোদ্ধারা। এমনকি ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য হামাসের কাছে যথেষ্ট ইসরাইলী বন্দি আটক রয়েছে বলেও জানিয়েছে তারা।
শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে চালানো এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ছাড়িয়েছে ৩০০।
শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার সময় বহু ইসরাইলী সৈন্যকে আটক করেছে তারা। আর সেটি ইসরায়েলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার জন্য যথেষ্ট।
হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরো শনিবার আল জাজিরাকে বলেছেন, আমরা অনেক ইসরাইলী সৈন্যকে হত্যা ও বন্দি করতে পেরেছি। লড়াই এখনও চলছে।
তিনি আরও বলেন, ইসরাইলের কারাগারে আটক থাকা আমাদের বন্দিদের মুক্ত হওয়ার সময় এগিয়ে আসছে। আমাদের হাতে যা আছে তার মাধ্যমে আমাদের সকল বন্দিকে তারা মুক্তি দেবে। লড়াই যত দীর্ঘ হবে, বন্দিদের সংখ্যাও তত বেশি হবে।
আল-আরৌরি বলেন, হামাসের হাতে আটক ইসরাইলের বন্দিদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররাও রয়েছেন। কিন্তু তাদের সংখ্যা ঠিক কত তা সম্পর্কে কোনও পরিসংখ্যান তিনি দেননি।