বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ধুলোই মিশানোর হুমকি দিয়ে গাজায় হামলা শুরু করলো ইসরাইল

ধুলোই মিশানোর হুমকি দিয়ে গাজায় হামলা শুরু করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রবিবার (৮ অক্টোবর) দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা শুরু করে অবৈধ রাষ্ট্রটি।

হামাস নিয়ন্ত্রিত এলাকাটির বিভিন্ন জায়গায় একযোগে বোমা হামলা হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে এতে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

এর আগে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির প্রেসিডেন্ট নেতানিয়াহুর গাজাকে বিশেষত হামাসের এলাকাগুলোকে ধুলোই মিশিয়ে দেওয়ার ঘোষণা দিলে হামাসের সামরিক শাখা কাসসামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে কাসসাম মুখপাত্র আবু ওবায়দা বলেন, আমাদের বীরত্ব দেখে সন্ত্রাসবাদী সরকার চরম দুশ্চিন্তা ও সংকটে পড়ে গিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সেনারা আমাদের ফিদায়ী যোদ্ধাদের সামনে পঙ্গপালের ন্যায় লুটিয়ে পড়ছে। নেতানিয়াহুকে বলতে চাই, গাজা ও এর অধিবাসীদের ধমকি দেওয়া বৃথা। হুমকি-ধমকি দেওয়া তো বহু পুরোনো ও ব্যর্থ কৌশল।

নেতানিয়াহু যা প্রচার করেছে তার চেয়ে আরো কয়েক গুণ ইসরাইলী আমাদের হাতে আটক রয়েছে। আটকের পরিমাণ এতবেশি যে গাজা উপত্যকার প্রতিটি জায়গায় তাদের রাখা হয়েছে। তাই গাজা ধ্বংস হলে তাদের উপর দিয়েই ধ্বংস হবে। গাজাবাসীর সাথে যা হবে তাদের সাথেও তাই ঘটবে। গাজার প্রতিটি কোণে তারা নিজেদের লাশ খুঁজে পাবে। এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও করুণ পরিণতি ডেকে আনা থেকে তারা যেনো বিরত থাকে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে, ইহুদিবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের ‘তুফানুল আকসা’ অভিযান অব্যাহত রাখবো। ইহুদিবাদী দখলদার ও তাদের দোসররা প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিরোধের শিকার হবে। আমাদের জনগণ প্রতিটি ক্ষেত্রে তাদের মোকাবিলা করবে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img