ইতিহাসে প্রথমবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ঢুকে তীব্র আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বীরত্বপূর্ণ এই আক্রমণে এখন পর্যন্ত অন্তত ১০০ ইসরাইলী নিহত হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতির জন্য নিজের দেশকেই দায়ী করলেন হাদাশ পার্টি ও ইসরাইলী নেতা নেসেট সদস্য (সংসদ সদস্য) ওফার কাসিফ।
তিনি বলেন, উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা নিন্দনীয়। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডই ইসরাইলী ও ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দায়ী।
তিনি বলেন, যা হচ্ছে তা অসহনীয়। কিন্তু আমরা যা বলছি তা হলো উভয় পক্ষের এ ধরনের অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় হলো দখলদারিত্বের অবসান ঘটানো।
তিনি বলেন, যতদিন দখলদারিত্ব চলবে, ততদিন এ ধরনের ভয়াবহ অপরাধ চলতেই থাকবে। আর এই সরকার সেটাই চায়।
কাসিফ মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, আমেরিকা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে ইসরাইলকে চাপ দিতো এবং দখলদারিত্বের অবসান ঘটাতো তাহলে আজকের মতো ঘটনা ঘটতো না।