মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

মর্যাদাপূর্ণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ২য় স্থান অর্জন করলো আফগানিস্তান

মর্যাদাপূর্ণ ‘ফার্স্ট সোকিওকুশিন এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে’ স্বর্ণপদক সহ ১১টি মেডেল জিতে ২য় স্থান অর্জনের গৌরব অর্জন করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

রবিবার (৮ সেপ্টেম্বর) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কারাতে ফেডারেশনের
এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর থেকে ইরানের ইস্পাহান শহরে ‘ফার্স্ট সোকিওকুশিন এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে’ শুরু হয়। মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নশিপটির আজ সমাপ্তি ঘটে। এতে আফগানিস্তানের ২৮ সদস্যের একটি কারাতে দল অংশগ্রহণ করে। যাদের সকলেই বর্তমানে অভিবাসী হিসেবে দেশটিতে বসবাস করছেন। ফাইনাল শেষে আফগান অ্যাথলেটগণ তাদের প্রতিপক্ষদের হারিয়ে ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ মেডেল জিততে সক্ষম হোন। ১১টি মেডেল জয় আফগানিস্তানকে কারাতে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়ার মর্যাদা এনে দেয়।

উল্লেখ্য, মর্যাদাপূর্ণ এই কারাতে চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, কাতার, তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, লিবিয়া ও দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের ৩৪টি দেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করেন।

সূত্র: তলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img