শুক্রবার, মে ১০, ২০২৪

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ায় ৪ সেনা নিহত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার আসাদ সরকারের চার সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।

সোমবার (৭ আগস্ট) স্থানীয় সময় ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এ হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম ‘সানা’ জানিয়েছে, দখলকৃত গোলান মালভূমির দিক থেকে এ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সৈন্যরা। এতে সিরিয়ার চার সৈন্য আহত ও চারজন নিহত হয়েছে।

গণমাধ্যমটি আরো জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী ইসরাইলের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ইসরাইলী বিমান বাহিনীর এ হামলা নতুন কিছু নয়। ২০১১ সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সরকারি বাহিনী ও এ অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img