বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালো আফগানিস্তান

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে অভিনন্দন জানিয়েছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এক টুইটার বার্তায় এ অভিনন্দন জানান। সেই সঙ্গে আফগানিস্তানের সাথে ইরানের সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

টুইট বার্তায় তিনি লিখেছেন, “আশা করি প্রতিবেশী ও মুসলিম দেশ ইরানের নতুন সরকারের সাথে বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার ও প্রসারিত হবে।”

প্রসঙ্গত, গত শুক্রবারে ইরানে অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মাসুদ পেজেকশিয়ান। এক্ষেত্রে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল আলী খামিনির আশীর্বাদ পুষ্ট সাইদ জলিলকে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img