শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সিরিয়ার ইদলিবে দূর্ভিক্ষ সৃষ্টির অভিসন্ধি নিয়ে ফসল পুড়িয়ে দিচ্ছে আসাদ বাহিনী

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


সিরিয়ার ইদলিবে স্থানীয় জনসাধারণকে দূর্ভিক্ষের দিকে ঠেলে দিতে ইদলিব ও আলেপ্পোতে বেসামরিকদের দ্বারা চাষ করা ফসল পুড়িয়ে দিচ্ছে আসাদ বাহিনী এবং ইরান সমর্থিত বিদেশি সন্ত্রাসীরা। খবর আনাদোলু এজেন্সি’র।

স্থানীয় সূত্রে জানা গেছে, তপ্তানজ শহরে মর্টার হামলা চালিয়ে সেখানকার শস্য ক্ষেতে আগুন ধরিয়ে দেয় ইদলিবের উত্তর-পূর্বে অবস্থিত ঘাঁটিতে অবস্থানরত আসাদ সরকার বাহিনী।

স্থানীয় কর্মকর্তা মুনির হাতিব বলেন, সরকারী বাহিনী আলেপ্পোর পূর্বদিকে মাঠগুলিতে বোমা ফাটিয়ে ফসলের জমিতে আগুন ধরিয়ে দেয়। এসময় ক্ষেতে কাজ করা অবস্থায় কয়েকটি ফসল কাটার মেশিন ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন, ‘এই হামলাগুলি বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার উদ্দেশ্যে করা হয়েছে’।

সামরিক বাহিনী সাধারণত গ্রীষ্মের মৌসুমে বিরোধী-অধীন অঞ্চলে বসবাসকারী নাগরিকদের কঠিন পরিস্থিতিতে ফেলার চেষ্টায় চাষাবাদ করা জমিতে আক্রমণ করে।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে ইদলিবের দশ হাজার হেক্টর জমিতে চাষ করা গম এবং যব জ্বালিয়ে দিয়েছিলো আসাদ সরকার বাহিনী ও এর মিত্ররা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img