শনিবার, অক্টোবর ১২, ২০২৪

ওলামায়ে কেরাম ও নিরীহদের হয়রানী করা বন্ধ করুন: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, সারাদেশে নিরীহ, নিরপরাধ
ও আলেম ওলামাদের যেকোন ধরণের হয়রানি বন্ধ করে, নাশকতার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, গত ২৬ মার্চ থেকে গত তিনদিনে সারাদেশে যে নাশকতা হয়েছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব। দোষী সাব্যস্ত হওয়ার আগে সারাদেশে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, শিক্ষকসহ মুসল্লিদের যেকোন ধরণের হয়রানি বন্ধ করতে হবে। মিথ্যা মামলা, হামলা করা থেকে বিরত থাকতে হবে।

এছাড়া বিভিন্ন জেলা নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানী না করা এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ইসলামী আন্দোলনের আমীর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img