বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

এবার পাকিস্তানকে সামরিক সহায়তার ঘোষণা দিল রাশিয়া

পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, রাশিয়া পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। নিরাপত্তা বৃদ্ধিতে পাকিস্তানের সক্ষমতার উন্নয়ন ঘটাবে রাশিয়া। এজন্য ইসলামাবাদকে বিশেষ সামরিক সরঞ্জাম সরবরাহ করবে মস্কো।

বুধবার (৭ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার সহযোগিতা এই অঞ্চলের সবকটি দেশের স্বার্থ রক্ষা করবে। দুই দেশ ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে এবং সমুদ্রে জলদস্যুতা মোকাবিলায় সম্মিলিত সামরিক ও নৌ মহড়া বৃদ্ধি করতে সম্মত হয়েছেI

আফগানিস্তান প্রসঙ্গে ল্যাভরভ বলেন, আফগান শান্তি উদ্যোগের প্রচেষ্টায় রাশিয়া ও পাকিস্তান ঘনিষ্টভাবে সহযোগিতা করে যাচ্ছেI

দুই দিনের সফরে মঙ্গলবার দিল্লি থেকে ইসলামাবাদে পৌঁছান ল্যাভরভ। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

ইমরানের সঙ্গে বৈঠকে ভারত দখলকৃত কাশ্মীর ইস্যু নিয়েও কথা হয় দুই নেতার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img