প্রথম ডোজের টিকা নেওয়ার ৩৭ দিন পর করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে তিনি দ্বিতীয় ডোজের টিকা নেন।
মোদি ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তৈরি করোনাভাইরাস টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার পোর্টল কোউয়িন ওয়েবসাইটে এই টুইটের লিঙ্ক শেয়ার করেছেন মোদি। টিকার প্রথম ডোজ নেওয়ার সময় মোদির মুখে মাস্ক না থাকলেও এবার ছিল।
এর আগে প্রথমবার মাস্ক না পরে টিকা নেওয়ায় সামালোচনার শিকার হয়েছিলেন তিনি।