ফররুখ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির জীবন সদস্য খ্যাতিমান সাহিত্যিক অধ্যাপক মুহম্মাদ মতিউর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১২.১৪ মিনিটে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ফররুখ গবেষণা ফাউন্ডেশন প্রতিষ্ঠা ছাড়াও অধ্যাপক মতিউর রহমান নজিবুর রহমান সাহিত্যরত্ন একাডেমি, অধ্যাপক শাহেদআলী- চেমন আরা ট্রাস্ট সহ বহু সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ৮০টিরও অধিক গ্রন্থ প্রণয়ন করেছেন।
আগামীকাল শুক্রবার বাদ জুম’আ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।