শনিবার, জুলাই ২৭, ২০২৪

৮ মুসলিম দেশের জোট ডি-৮ এর সভাপতি হতে যাচ্ছেন শেখ হাসিনা

উন্নয়নশীল আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছর তিনি ডি-৮ এর সভাপতির দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলনের চূড়ান্ত পর্বে তুরস্কের কাছ থেকে জোট এর চেয়ার গ্রহণ করবেন তিনি।

দশম ডি-৮ শীর্ষ সম্মেলন উপলক্ষে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে আগামী দুই বছর বাংলাদেশের চেয়ার থাকাকালীন সময়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে।

উন্নয়নশীল আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ। সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের পরিস্থিতির জন্য সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানরা সশরীরে ঢাকায় আসতে পারেননি। ফলে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে বৈঠকটি।

ডি-৮ এর এ বৈঠকের মাধ্যমে জোট এর বর্তমান চেয়ার তুরস্কের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img