ঘৃণা ছড়ানোর অভিযোগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (আরএসএস) এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলেসের প্রাদেশিক আইন পরিষদের উচ্চকক্ষের সিনেটর ডেভিড শোয়েবরিজ।
শুক্রবার (৬ মার্চ) দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়া ও বহুসাংস্কৃতিকমন্ত্রী জিওফ লির সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
সিনেটর ডেভিড শোয়েবরিজ মন্ত্রীর কাছে প্রশ্ন করেন, তারা কি সরকারের বিবেচনায় নতুন নাৎসি সংগঠন এবং যদি তাই হয়, তবে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে।
ডেভিড শোয়েবরিজ এসময় ২৮ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলেসের হ্যারিস পার্কে চার শিখ তরুণের ওপর হামলার এক ঘটনা উল্লেখ করেন। ওই হামলায় তাদের গাড়ি ঘিরে ভারতীয় আক্রমণকারীরা বেসবল ব্যাট, হাতুরি এমনকি কুড়াল দিয়ে ভাঙচুর করে।
আক্রান্তরা তাদের মধ্যে একজনকে সনাক্ত করতে সক্ষম হয়, যে দুই সপ্তাহ আগে আরএসএস-বিজেপির আয়োজিত কার র্যালিতে অংশ নিয়েছিলেন।