বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

সেনাদের গুলিতে মিয়ানমারে আরও ৩ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে আরও তিন জন বিক্ষোভকারী মারা গেছে। এ ঘটনায় আরও দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৮ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাইতকিইনার রাস্তায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা জান্তাবিরোধী বিক্ষোভ করার সময় পুলিশ স্টান গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছোড়ে, ওই সময় নিকটবর্তী ভবনগুলো থেকে গুলি ছোড়া হলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। মৃতদেহগুলো সরাতে সাহায্য করা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাথায় গুলি লাগার পর দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে গুলি বিদ্ধ হয়ে আরও এক জন মারা গেছে।

এদিকে, সামরিক শাসকদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অংশ হিসেবে সোমবার বৃহত্তম শহর ইয়াঙ্গুনে দোকানপাট, কারখানা ও ব্যাংক বন্ধ ছিল।

গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে উৎখাত করে অং সান সু চিসহ তার দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের গ্রেফতার করার পর থেকে মিয়ানমারে আন্দোলন চলছে। এরইমধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শহরে মারা গেছেন প্রায় ৬০ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img