ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের তিন শীর্ষ নেতা খলিল আল-হাইয়া, মোহাম্মদ দারবিশ ও নিজার আওয়াদাল্লাহ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে হামাস নেতাদের উদ্দেশে খামেনি বলেন, আপনারা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন, যা আসলে আমেরিকার পরাজয়। আপনারা তাদের (ইসরায়েল-আমেরিকা) কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেননি।
তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
সূত্র: রয়টার্স।