মঙ্গলবার, মে ১৪, ২০২৪

রমজানের আগেই উদ্বোধন হবে আমিরাতের অর্থায়নে তৈরি ইন্দোনেশিয়ার শেখ জায়েদ মসজিদ

আরব আমিরাতের অর্থায়নে তৈরি ইন্দোনেশিয়ার শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদটি আগামী রমজানের আগেই উদ্বোধন হবে বলে জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। আগামী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ‘শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের’ নির্মাণ কাজ উদ্বোধন করেন।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিষয়ক উপ-পরিচালক আকমল সেলিম রুহানা বলেছেন, “আমাদের রমজানের আগে খুলতে হবে, কারণ আমরা ইতিমধ্যে পবিত্র মাসের জন্য অনুষ্ঠান প্রস্তুত করেছি।”

ইন্দোনেশিয়ার সুরাকার্তা সরকারের একজন মুখপাত্র বলেছেন, “মসজিদটি একটি ইসলাম শিক্ষা কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটি সারা বিশ্বের দর্শনার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হবে।”

উল্লেখ্য; আবুধাবির আইকনিক ল্যান্ডমার্কের অনুরূপ নাম ও নকশার আদলে নির্মিত এই মসজিদটি সংযুক্ত আরব আমিরাত সরকারের অর্থায়নের নির্মিত হয়েছে।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img