মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

একটি এনআইডিতে ৫টির বেশি সিম ব্যবহার করা যাবে না: সংসদীয় কমিটি

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ৫টির বেশি সিম রেজিসস্ট্রেশন না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে জানিয়েছেন।

আ স ম ফিরোজ বলেন, বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) থেকে জানানো হয়েছে, তারা একটি এনআইডির অনুকূলে বর্তমানে ১৫টি সিম নিবন্ধনের সুযোগ দিচ্ছে। বেশি বেশি সিম নিয়ে তা অপব্যবহারের সুযোগ রয়েছে। এ জন্য আমরা এই সংখ্যা কমিয়ে ৫টি দেওয়ার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, অবশ্য নিয়মিত কর প্রদানকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে হয়তো এই সংখ্যা আরও বাড়ানো যেতে পারে বলে মত দিয়েছি।

ফিরোজ জানান, তারা অবৈধ ভিওআইপি বন্ধে কঠোর ব্যবস্থার কথা বলেছে। এ ক্ষেত্রে কেবল জরিমানার মধ্যে সীমাবদ্ধ না রেখে দরকার হলে লাইসেন্স বাতিল করতে বলেছে। এছাড়া তারা মোবাইল অপারেটরের কাছ থেকে বকেয়া আদায়সহ গ্রাহকদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img