গত তিন মাস ধরে ডা. মুরাদ হাসানের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে ডা. মুরাদ প্রসঙ্গে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমা চেয়েছেন পদত্যাগপত্র পাঠানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে কিছু বক্তব্য সরকার ও দলকে বিপদে ফেলে দিয়েছে।