ভারতে বোবা প্রাণী এক কুকুরকেও মুখ বেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার দায়ে শোভানাথ সরোজ নামে এক হিন্দু যুবককে আটক করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভারতের পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, একটি কার পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ড ঘটিয়েছে শোভানাথ সরোজ। ৩০ বছর বয়সী ওই যুবক পেশায় শ্রমিক। ওইদিন সন্ধ্যায় কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। পরে কুকুরটির আর্তনাদ কারে আসায় দেশটির পুলিশ সেখানে পৌঁছলে দেখে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে রয়েছে।
এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে। আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: ইত্তেফাক