গত এক বছরে গাজ্জায় ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আহত হয়েছে আরও প্রায় এক লক্ষ ফিলিস্তিনি নাগরীক। তবে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও অনেক বেশি। কেননা ধ্বংসস্তুপের নিচে এখনো চাপা পড়ে আছে অনেক মরদেহ, যেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গত বছর শনিবার (৭ অক্টোবর) স্বরণকালের সেরা হামলা চালায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। তারপর থেকেই গাজ্জায় স্থল অভিযান শুরু করে ইসরাইল।
এই এক বছরে ১৬ হাজারেরও অধিক শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তাদের অমানবিক বোমা হামলায় গাজ্জার ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে বাস্তুচ্যুত হয়ে পড়েছে ৮৫ শতাংশ মানুষ। আশ্রয়শিবিরগুলোতে ঠিকানা খুজে নিয়েছে লাখো ফিলিস্তিনি।
ইসরাইলের এমন বর্বরতা থেকে রক্ষা পায়নি মসজিদ, গীর্জা, স্কুল, সাংবাদিক, ডাক্তার, হসপিটাল। এমনকি আশ্রয়শিবিরগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সন্ত্রাসী বাহিনী। এখন পর্যন্ত গাজ্জার ৩৬টি হাসপাতালের মধ্যে বন্ধ হয়ে গেছে ১৯টি। যে কটা আছে সেগুলো চলছে কোনোরকম।