আল-আমিন ফরাজি
তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুর্কিই একমাত্র রাষ্ট্র যারা ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সাথে ইসরাইলি আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের প্রতি অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানা তিনি।
শনিবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলের একটি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এরদোগান বলেন, ইসরাইল সরকার তার দখলদারিত্ব এবং আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য প্রতিদিন নতুন ন্যায্যতা নিয়ে আসে। পশ্চিমা দেশগুলো ইসরাইলের পদক্ষেপকে উপেক্ষা করছে।
তিনি বলেন, রক্তপিপাসু ইসরাইলি সরকারের জ্বালানো আগুন শুধুমাত্র এই অঞ্চল এবং এখানে বসবাসকারী মানুষদেরই নয় বরং আপনাকেও পুড়িয়ে ফেলবে।
তিনি আরও বলেন, গাজ্জায় আমাদের ভাইয়েরা সব কষ্ট সত্ত্বেও সারাবছর ইহুদিবাদী দখলদারদের বীরত্বের সাথে প্রতিহত করছে। আঙ্কারা সম্ভাব্য সব উপায়ে গাজ্জাকে সমর্থন অব্যাহত রাখবে। প্রথম দিনে যেমন দাঁড়িয়েছিলাম আজ আমরা সেই জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। আমরা প্রথম দিনে যে মূল্যবোধ রক্ষা করেছি, আজ আমরা সেই মূল্যবোধ রক্ষা করছি।