ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ঢুকে তীব্র আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ জন ইসরাইলী নিহত হয়েছেন। অপরদিকে ১৯৮ জন ফিলিস্তিনিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার বাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৪৮ সালের পর— অর্থাৎ গত ৭৫ বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি দখলদার ইসরাইল।
এদিন হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা ইসরাইলের দখলকৃত স্থানগুলোতে প্রবেশ করেন। সেখানে গিয়েই তারা ইসরাইলী বাহিনীর উপর হামলা চালান। এছাড়া অসংখ্য অবৈধ বসতিস্থাপনকারীদেরও আটক করেন তারা। যাদের অনেককে ধরে গাজা উপত্যকায় নিয়ে আসা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে যেভাবে হামাসের শত শত যোদ্ধা ইসরাইলে প্রবেশ করেছেন, তা ইসরইলীরা কখনো কল্পনাও করেনি।
এছাড়া চেকপোস্টে থাকা ইসরাইলী বাহনীর সদস্যদের যেভাবে হামাসের সদস্যরা ধরে নিয়ে এসেছেন সেটি অনেকের কাছে বিষ্ময় মনে হয়েছে।
হামাসের এমন হামলার পর ইসরাইলের গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। গাজার এ সশস্ত্র গোষ্ঠীর এতটা সংঘটিত হওয়া এবং হামলার পরিকল্পনার ব্যাপারে আগে থেকে কোনো তথ্যই জানতে পারেনি ইসরাইল। অথচ গোয়েন্দা তথ্যের দিক দিয়ে ইসরাইলকে বিশ্বের সেরা হিসেবে ধরা হয়।
হামাসের এ হামলার পর অবশ্য গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারাও। কারণ তারা আশঙ্কা করছেন, প্রতিশোধ নিতে ইসরাইল আরও শক্তিশালী বিমান হামলা চালাবে। দখলদার ইসরাইলীদের নির্বিচার বিমান হামলায় ইতোমধ্যে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি