রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

হামাসের তীব্র আক্রমণ; ইসরায়েলের জন্য মন কাঁদছে জেলেনস্কির

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ঢুকে তীব্র আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই হামলায় অন্তত ৪০ জন ইসরাইলী নিহত হয়েছেন। পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পুরোনো মিত্র ইসরাইলের পাশে দাঁড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত!

এক বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ইসরাইল থেকে ভয়ংকর খবর। ‘সন্ত্রাসী হামলায়’ যারা আত্মীয়স্বজন বা নিকটজন হারিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা। আমাদের বিশ্বাস রয়েছে, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ‘সন্ত্রাসীদের’ পরাজিত করা হবে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত। এই ‘সন্ত্রাসী হামলার’ আশপাশের সব বিবরণ অবশ্যই প্রকাশ করা উচিত যেন বিশ্ব জানে এবং যারা এই হামলা চালাতে সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে পারে।

ইসরাইলে বসবাসরত ইউক্রেনীয় নাগরিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট আরও বলেন, ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকা সব ইউক্রেনীয় নাগরিককে অবশ্যই স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের জারি করা আদেশ মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েলে আমাদের দূতাবাস যেকোনো পরিস্থিতিতে সহায়তা করতে প্রস্তুত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img