আল আকসা রক্ষায় ও দখলদারিত্বের অবসানের লক্ষ্যে ইসরাইলের ওপর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় ১০০ ইসরায়েলি মারা গেছে। হামাস এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’।
এদিকে ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত শহীদ হয়েছে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২ নিউজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, হামাসের হামলায় প্রায় ১০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় ১৯৮ জন মানুষ শহীদ হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা