বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক সংকটেও বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না।

শুক্রবার (৭ অক্টোবর) সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব। পাশাপাশি বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি বা খালি থাকবে না।

তিনি বলেন, অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের জিডিপি ৬ এর ওপরে। বাংলাদেশ সর্বদা বাস্তবতার নিরিখে কাজ করে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img