শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শহীদ আবরার স্মরণে নির্মিত ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’ ভেঙে ফেলা হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র শহীদ আবরার ফাহাদের স্মরণে সকালে নির্মাণ করা স্মৃতিস্তম্ভ একই দিন সন্ধ্যায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের উদ্দ্যোগে এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়।

স্তম্ভটির নামকরণ করা হয় ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা হয় ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’।

বুধবার সন্ধ্যার দিকে পুলিশের উপস্থিতিতে বুলডোজার এই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলে।

এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, কারা ভেঙেছে এটি তাদের জানা নেই।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে গত বছরের ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে শহীদ আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img