কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন আবিদুর রহমান খান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
শুক্রবার (৫ জুলাই) হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন আবিদ। শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে ওই তার লাশ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পরিবারের সূত্রে জানা গেছে গাজীপুরের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র আবিদ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকেলে মিঠামইন হাওর এলাকায় পানিতে নেমে তলিয়ে যায় সে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আবিদের লাশ শনিবার উদ্ধার করা হয়। আবিদ সাঁতার জানতো। এরপরও পানিতে তলিয়ে গেছে।
বিএফইউটির ছাত্র আবিদ চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকার সরওয়ার জামান খানের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে আবিদ ছোট। তার পিতা সরওয়ার জামান খান চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক।