রোববার সারাদিন সিলেট নগরীর রাস্তায় মানুষের চলাচল এবং যানচলাচল বেশিই ছিল।
বিভিন্ন মোড়ে ছিল যানজট। নিত্যপণ্যের দোকানগুলোতে ভিড় ছিল।
জানা গেছে, সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ‘রেড জোন’ ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ঘরের আগাম বাজার-সদাই করতে বেড়িয়েছেন অনেকে।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় তিনটি ভাগে ভাগ করা হবে। এর মধ্যে রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হবে। রেড জোন এলাকায় করোনা ঠেকাতে থাকবে কঠোর ব্যবস্থাপনা।
নগরীর শেখঘাট, কাজীরবাজার, লামাবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি, কালীঘাট, রিকাবীবাজার, আম্বরখানা, সুবিদবাজার, বারুতখানা, নয়সড়ক এলাকায় দেখা গেছে যানজট।
এদিকে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ১১ এপ্রিল থেকে সিলেট জেলা লকডাউন করা হয়। জোনে বিভক্ত করে লকডাউনের ব্যাপারে আমরা এখনও কোনো নির্দেশনা পাইনি।
নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।