সরাসরি ১৮৩ জন টেকনোলজিস্ট নিয়োগের প্রতিবাদে, বিক্ষোভ করেছেন বঞ্চিত মেডিক্যাল টেকনোলজিস্টরা।
রবিবার (৭ জুন) সকালে রাজধানীর মহাখালির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ বিক্ষোভ শুরু হয়।
তাদের দাবি, ১৮৩ জন টেকনোলজিস্টকে সরাসরি নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা সরকারি আইন পরিপন্থী ও অবৈধ। এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারীরা বলেন, এতে বঞ্চিত হয়েছেন তারা।
অবিলম্বে এটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের দাবিও জানানো হয়। এরইমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছেন আন্দোলনকারীরা।