শনিবার, মে ৪, ২০২৪

মসজিদে নববীতে নামাজ আদায় করলেন ২ কোটির বেশি মুসল্লি

মসজিদে নববীতে পবিত্র রমজানের প্রথম ২০ দিনে ২ কোটির বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন।

শনিবার (৬ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজানের প্রথম ২০ দিনে মসজিদে নববীতে ২০ মিলিয়নের বেশি মুসল্লির ভিড় হয়েছে। এসব মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করেছেন এবং ইবাদতও পালন করেছেন।

মসজিদে নববীর রক্ষণাবেক্ষণসংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের ইবাদতের জন্য স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার শেষ রমজানের আগে মুসল্লিদের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৯৯১ জনে পৌঁছেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এ সময় মসজিদের নববীতে অবস্থিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা জিয়ারত করেছেন ৬ লাখ ৫৫ হাজার ২২৭ জন মুসল্লি। তাদের মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন নারী রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img