শনিবার, জুলাই ২৭, ২০২৪

সম্পর্ক গভীর করতে পাকিস্তান সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক গভীর করতে পাকিস্তান সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মঙ্গলবার (৬ এপ্রিল) রুশ পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এ সফর করেন।

জানা যায়, বুধবার পাকিস্তানের বেসামরিক এবং সামরিক কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ল্যাভরভ। বৈঠকে বাণিজ্য, অর্থনীতিতে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।

আলোচনায় আফগানিস্তানসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু উঠে আসে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের মধ্য দিয়ে সম্পর্ক ঊর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে।

শীতল যুদ্ধের সময় বিপরীত অবস্থানে থাকা দুই দেশ অতীতকে ভুলে গিয়ে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের যে চেষ্টা করছে তার ফল হিসেবে এই উচ্চ পর্যায়ের বৈঠক। কৌশলগত বাস্তবতার প্রেক্ষাপটে উভয় পক্ষ এমন অবস্থানে এসে পৌঁছেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে সরাসরি ফ্লাইটে করে পাকিস্তান যাওয়ার পথ বেছে নিয়েছেন। এ থেকে বোঝা যায় যে, রাশিয়া এখন এ অঞ্চলে শুধু ভারতকেই মিত্র হিসেবে দেখে এমন নয়। ল্যাভরভের এই সফরকে আঞ্চলিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আফগানিস্তান পরিস্থিতিতে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img