পটুয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এ তথ্য জানান।
তিনি জানান, মশিউর রহমান খান কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। পরে রিপোর্ট নেগেটিভ হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন থেকে তিনি ডায়েবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত কয়েক দিন তিনি রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার স্ত্রী ও দু’ছেলে রয়েছে।