মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

রাশিয়ার এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে চায় ভারত

রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে মরিয়া হয়ে উঠেছে ভারত।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়।

ওই বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন এস জয়শঙ্কর ও রাশিয়ার সের্গেই ল্যাভরব। বৈঠকে এস-৪০০ পেতে প্রশ্ন তোলেন ভারতীয় কূটনীতিকরা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকের পর দিল্লিতে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

এদিকে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা আমাদের সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ কাজ নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এগুবে এবং ভারতের মাটিতে রাশিয়ার সেনাবাহিনীর জন্য বাড়তি সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা চলছে।

জয়শঙ্কর বলেন, এস-৪০০ নিয়ে এ বছরের শেষে প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img