বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

সপ্তাহব্যাপী লকডাউনের মধ্যেই রাজধানীতে ‍শুরু হয়েছে গণপরিবহন চলাচল

করোনা সংক্রমণের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গত সোমবার (৫ এপ্রিল) থেকে সপ্তাহব্যাপী লকডাউন দেয় সরকার। এর প্রেক্ষিতে দুই দিন বন্ধ থাকার পর রাজধানীসহ দেশের সব মহানগরীতে আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল।

আজ বুধবার (৭ এপ্রিল) আবারও বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবহন চলাচল।

লকডাউন ঘোষণার পর এ দুই দিন গণপরিবহন বন্ধ থাকে। তবে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয় গণপরিবহনের চলাচল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img