দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাঞ্ছারামপুরের স্থানীয় এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকায় স্বাধীনতার গল্প ও বাস্তবতা উপলব্ধি করতে পারছে এ জাতি। নেত্রীর সাহসিকতা ও ভালো মনমানসিকতার কারণে সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। যার ছোঁয়ায় পরিবর্তন হয়েছে বাঞ্ছারামপুরও।
রবিবার (৭মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি তাজুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে বাঞ্ছারামপুরের পরিচয় দিলে এক কাপ চা খাওয়ার সুযোগ হচ্ছে। নেত্রীর হাতকে মজবুত রাখতে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর গুরুত্ব বলে শেষ করা যাবে না। তবে কবিতার দুই-একটি লাইন ভাব প্রকাশ করার মতো। কে বলে বঙ্গবন্ধু নেই, তুমি আছ শত কোটি মানুষের প্রাণে। হয়ে আছো মানব আকাশের সুখতারা, ওই লাল-সবুজের পতাকায় বঙ্গবন্ধু তোমায় দেখা যায়। তুমি পূর্ববাংলায় রক্তিম সূর্যোদয়। তুমি আছো, পড়ন্ত বিকালে রাখালিয়ার বাঁশির সুরে সুরে। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, তুমি আছো শত শত জনতার হৃদয়ে ভেসে। হে বঙ্গবন্ধু তোমার জীবন বিসর্জন দিয়ে এসেছো সবুজ শ্যামল আমার সোনার বাংলাদেশে।