আর্মেনিয়া আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে আজারবাইজান। এরইমধ্যে আর্মেনিয়ার সেনাবাহিনী লাচিনে সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লায়লা আব্দুল্লাহ আবা।
তিনি বলেন, আর্মেনীয় সেনারা গোপনে লাচিন ক্রসিং পয়েন্ট দিয়ে আজারবাইজানের ভূখণ্ডে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে আর্মেনিয়া কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ অবস্থায় আজারবাইজান তাদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
সম্প্রতি আর্মেনিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। যুদ্ধে পরাজয় বরণ করে আজারবাইজানের হাতে দখলকৃত অঞ্চল ফেরত দেওয়ায় প্রধানমন্ত্রী পাশিনিয়ানের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে। বিক্ষোভকারীরা কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে আসছে।
এ অবস্থায় আর্মেনিয়া আবারও আজারবাইজানে হামলা চালানোর মতো হঠকারী পদক্ষেপ নিতে পারে বলে বাকু ধারণা করছে।
গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয় এবং আজারবাইজানের ভূখণ্ড ফেরত দিতে বাধ্য হয়। এই যুদ্ধে আজারী সেনাদের হাতে আর্মেনিয়ার পাঁচ হাজার সেনা মারা গেছে বলে।