বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

মাওলানা ইউসুফীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। মাওলানা আব্দুর রব ইউসুফী শনিবার (৪ জানুয়ারি) রোড এক্সিডেন্টে মারাত্মক আহত হন।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দেশবাসীর কাছে এ দোয়া কামনা করেন তিনি।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, তিনি বাংলাদেশে ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন এবং ইসলামের চর্চা বৃদ্ধি তথা দাওয়াতি কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ইলমে হাদীস এবং দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারেও তার ঈর্ষণীয় ভূমিকা ও অবদান রয়েছে।

তিনি বলেন, এই বৃদ্ধ বয়সেও তিনি যেভাবে ইসলাম ও দেশের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন তা আদর্শিক এবং রাজনৈতিক নেতৃত্বের জন্য অনুকরণীয়। এ মহান বুজুর্গ ব্যাক্তির কাছ থেকে দেশ ও জাতির অনেক কিছু পাওয়ার আছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img