বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাঁকে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।

সোমবার (৬ জানুয়ারি) সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা।

এ স্বীকৃতির ফলে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল।

সিনেটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলা হ্যারিস মার্কিন গণতন্ত্রের নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণ সনদকে সঠিক পথের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমেরিকার গণতন্ত্র শক্তিশালী।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img