ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ভেতরে হামলার অধিকার রয়েছে পাকিস্তানের বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আইনের উদ্ধৃতি টেনে এনেছেন।
রবিবার (৫ জানুয়ারি) পাকিস্তানের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী, যদি বাইরের কোনো দেশ থেকে আপনার দেশের ওপর আক্রমণের হুমকি আসে বা আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়, তবে নিজের স্বার্থ রক্ষার্থে শত্রুর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার আপনার রয়েছে। যদি এমন কিছু ঘটে, তাহলে আমাদের বাহিনী সঠিক সময়ে উপযুক্ত পন্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, এবিষয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি আফগান সরকার।
সূত্র: আরিয়ানা নিউজ